insta logo
Loading ...
×

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, ঝালদায় গ্রেপ্তার প্রেমিক

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, ঝালদায় গ্রেপ্তার প্রেমিক

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, পরে ওই যুবক বিয়ে করতে অস্বীকার করে। ঘটনার ভিত্তিতে ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়।

ধৃত যুবকের নাম সিতু সিং। বাড়ি ঝালদা থানার বাগদি পাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিতু সিং ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করলে মহিলা ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোমবার দুপুরে ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment