নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে রেললাইন রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ারিং, ট্র্যাক রেন্যুয়াল ডিপার্টমেন্ট (টিআরডি) এবং সিগন্যাল ও টেলিকম বিভাগ যৌথভাবে ১৪ জুলাই সোমবার থেকে ২০ জুলাই রবিবার ২০২৫ পর্যন্ত সাত দিনের রোলিং ব্লক কর্মসূচি গ্রহণ করেছে। মণ্ডল রেলব্যবস্থাপক এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন।
এই সময়কালে একাধিক কোচিং ট্রেনের রেল চলাচলে প্রভাব পড়বে। বাতিল, আংশিকভাবে সমাপ্ত বা শুরু, পুনঃনির্ধারিত এবং নিয়ন্ত্রিত ট্রেনের তালিকা নিচে দেওয়া হল:
বাতিল ট্রেন:-
১. ৬৮o৪৬/৬৮০৪৫
আসানসোল–আদ্রা–আসানসোল মেমু প্যাসেঞ্জার।
১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত প্রতিদিন বাতিল।
২. ১৮০১৯/১৮০২০
ঝাড়গ্রাম–ধানবাদ–
ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস।
১৪ ও ১৬ জুলাই তারিখে বাতিল।
আংশিক সমাপ্তি / শুরু
১. ৬৮০৫৬/৬৮০৬০
টাটানগর–আসানসোল–
বরাভূম। ১৪, ১৭ ও ২০ জুলাই – আদ্রা স্টেশনে সমাপ্ত/শুরু হবে। আদ্রা–আসানসোল রুটে চলাচল বন্ধ।
২. ৬৮০৫৫ আসানসোল–টাটানগর।
১৫ ও ১৯ জুলাই – আদ্রায় গন্তব্য সমাপ্ত হবে। আদ্রা–টাটানগর রুটে ট্রেন চলবে না।
৩. ৬৮০৬০ আসানসোল–বারাভূম।
১৫ ও ১৯ জুলাই – আদ্রা থেকে যাত্রা শুরু করবে।
৪. ৬৮০৭৯/৬৮০৮০
ভোজুডি –চন্দ্রপুরা–ভোজুডি।
১৪ ও ১৮ জুলাই – মহুদা স্টেশনে সমাপ্ত/শুরু হবে। মহুদা–চন্দ্রপুরা রুটে পরিষেবা বাতিল।
পুনঃনির্ধারণ:-
১. ১৮০৩৬
হাটিয়া–খড়গপুর এক্সপ্রেস।
১৫, ১৬ ও ১৯ জুলাই – হাটিয়া থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
২. ১৮০৩
খড়গপুর–হাটিয়া এক্সপ্রেস।
১৪, ১৭, ১৮ ও ২০ জুলাই খড়গপুর থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
নিয়ন্ত্রণ:-
১. ১২৮০২ নয়াদিল্লি–পুরী এক্সপ্রেস।
১৪, ১৬ ও ১৯ জুলাই সময়মতো চললে বোকারো স্টিল সিটি স্টেশনে প্রায় ৩০ মিনিট দাঁড় করানো হবে।
২. ১৮১৮৪
বক্সার–টাটানগর এক্সপ্রেস।
১৪, ১৭ ও ২০ জুলাই – প্রায় ৬০ মিনিট নিয়ন্ত্রণে রাখা হবে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছেন, এই সময়কালে ঘনঘন ঘোষণা ও স্টেশনে প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে। যাত্রীদের যথাসময়ে রুট পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
Post Comment