নিজস্ব প্রতিনিধি, টামনা:
চাষের জমিতে কাজ করার সময় বিষধর সাপের ছোবল এক ব্যক্তিকে। জখম ওই ব্যক্তির নাম সন্তোষ মাহাত। তিনি পেশায় কৃষক। চাষাবাদ করেই দিন অতিবাহিত করেন। বাড়ি টামনা থানার কেশরগড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে ওই ব্যক্তি চাষের জমিতে কাজ করার সময় তাকে সাপে ছোবল মারে । পরিবারের লোকজন তাকে দ্রুত নিয়ে যান চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে চিকিৎসক স্থানান্তরিত করেন দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
Post Comment