নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
চাষের কাজ চলাকালীন বজ্রপাত। বজ্রাহত দুই যুবককে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় এক জনের। মৃতের নাম সুকান্ত মাহাতো(৪০)। তার বাড়ি টামনা থানার দামদা গ্রামে। অন্য যুবক হেকিম মাহাতোর চিকিৎসা চলছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বজ্রপাতের ঘটনাটি ঘটেছে। স্থানীয় ভাদসা গ্রামের খেতে চাষের কাজ করছিল ওই দুই যুবক।
Post Comment