insta logo
Loading ...
×

সিল্লি থেকে রাঁচি, খড়গপুর লোকালে হনুমানের ডেইলি প্যাসেঞ্জারি!

সিল্লি থেকে রাঁচি, খড়গপুর লোকালে হনুমানের ডেইলি প্যাসেঞ্জারি!

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


ঝাড়খণ্ডের সিল্লি স্টেশন থেকে রাঁচি পর্যন্ত খড়গপুর লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের সঙ্গে নির্বিঘ্নে সফর করে একটি হনুমান। একদিন দুদিন নয়। এ যেন প্রায় রোজকার রুটিন।

প্রায় ৫৩ কিমি ওই যাত্রাপথে ওই ট্রেন দুটি স্টেশনে থামলেও হনুমানটি কোথাও নামে না। রাঁচি স্টেশনে পৌঁছে তবেই ট্রেন থেকে নামে—যেন এক অভ্যস্ত যাত্রীর মতোই।
স্থানীয় হকারদের দাবি, এই ঘটনাটি একেবারে নতুন নয়। প্রায়শই ওই হনুমানটি ট্রেনে চেপে রাঁচি যাতায়াত করে। এখন পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি। এমনকি যাত্রীরা তাকে ঘিরে আতঙ্কিত না হয়ে বরং বিস্মিত হন তার স্বাভাবিক আচরণে।

এই ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ে ঝালদার বাসিন্দা ও উদীয়মান কবি শিবরাম কুমারের ক্যামেরায়। যিনি নিজেও সেই ট্রেনেই একদিন যাত্রা করছিলেন। তারই শেয়ার করা ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এবং মুহূর্তেই তা ভাইরাল।

ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস। অনেকেই প্রশংসা করছেন এই নিরীহ প্রাণীটির ‘যাত্রীসুলভ আচরণ’-এর। কেউ কেউ একে প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ হিসেবেও ব্যাখ্যা করছেন।

Post Comment