নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
বর্ষা মরশুমের শুরুতেই অতিবৃষ্টির দাপটে ভিজছে পুরুলিয়া জেলা। ১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত জেলায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যেখানে ৩৫৮.৮২ মিলিমিটার হওয়ার কথা, সেখানে এবারে বৃষ্টি হয়েছে ৭৬৭.৪৭ মিলিমিটার—স্বাভাবিকের তুলনায় ১১৩.৮ শতাংশ বেশি।
বৃহস্পতিবার, অর্থাৎ ১০ জুলাই জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ওইদিন পুরুলিয়া জেলায় গড়ে ১২.৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে জয়পুরে—৪৪.৪ মিলিমিটার। কাছাকাছি পরিমাণ বৃষ্টি হয়েছে ঝালদা (৪০.৬ মিমি) ও বলরামপুরে (২৭.২ মিমি)। এছাড়াও বরাবাজারে ১৭.২ মিমি, হাতোয়াড়া ৭.২ মিমি, কাশীপুর ৫.২ মিমি, মানবাজার ৫.৩ মিমি, পাড়া ৬.০ মিমি এবং পুঞ্চা ও বাঘমুন্ডিতে ৪.২ মিমি করে বৃষ্টিপাত হয়েছে।
সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সাঁতুড়িতে—মাত্র ১.৪ মিলিমিটার। হুড়া ও নিতুড়িয়াতে ২.০ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ, আদ্র বাতাস আর থেমে থেমে বৃষ্টির মধ্যেই দিন কেটেছে জেলার বেশিরভাগ এলাকায়।
এরই মধ্যে আগামী ১৪ জুলাই সোমবার অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।
Post Comment