নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
এসএসসি ২০১৬ প্যানেলের ভিত্তিতে চাকরিপ্রাপ্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ফের পথে নামলেন নিজেদের দাবিদাওয়া নিয়ে। বুধবার পুরুলিয়া রেল স্টেশনে জমায়েত হয়ে ব্যানার-পোস্টার হাতে মিছিল করে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করেন আন্দোলনকারীরা। এরপর জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, পরীক্ষার্থীদের ওয়েমার শিট প্রকাশ করতে হবে এবং সেই ভিত্তিতে একটি নিখুঁত মেধা তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি, এসএসসি কর্তৃক প্রকাশিত বেআইনি নিয়োগ সংক্রান্ত নোটিশ অবিলম্বে প্রত্যাহার করারও দাবি জানান তাঁরা। মোট পাঁচ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা আধিকারিকের কাছে পৃথকভাবে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের তরফে সুমন বিশ্বাস জানান, “আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী ১৪ জুলাই বৃহত্তর নবান্ন অভিযান করা হবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এসএসসি ২০১৬ প্যানেলের অনেকেই ন্যায্য নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুরুলিয়ার এই কর্মসূচি সেই দাবিরই ধারাবাহিকতা।
Post Comment