নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
টানা বৃষ্টির জেরে পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের ঈশ্বর গ্রামে ভেঙে পড়ল একাধিক বাড়ি। বুধবার রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে মাটি আলগা হয়ে যায়, আর তার জেরেই ঘটে এই বিপর্যয়। ভোর হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকাল প১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি। তাঁর সঙ্গে ছিলেন পাড়া মণ্ডলের বিজেপি সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
বিধায়ক এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আপৎকালীন আশ্রয়ের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রিপল তুলে দেন তিনি।
বিধায়ক বলেন, “এই কঠিন সময়ে আমরা এলাকাবাসীর পাশে আছি। দ্রুত প্রশাসনের সহযোগিতায় পুনর্গঠনের কাজ শুরু হবে।”
Post Comment