নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
মৃত্যু মিছিল থামছেই না বলরামপুরে। ফের দুর্ঘটনা ১৮ নম্বর জাতীয় সড়কে । চার চাকা গাড়ির ধাক্কায় জখম বাইক আরোহী যুবক মৃত্যুর কোলেই ঢলে পড়ল। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বলরামপুর থানার অন্তর্গত আন্ডারপাশ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নির্মল রাজোয়াড়(৩০)। বাড়ি বলরামপুর থানার তিলাই গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিলাই গ্রামের দুই ভাই নির্মল রাজোয়াড় ও সুকদেব রাজোয়াড় বলরামপুর হাট থেকে বাজার সেরে বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময় একটি ছোট চার চাকার গাড়ি দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে। সংঘর্ষে দু’জনেই রাস্তার পাশে ছিটকে পড়েন।খবর পেয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে নির্মলকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। চালক পলাতক। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।
Post Comment