নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গত মঙ্গলবার শেষ হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ । মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রচার ও কর্মসূচি। প্রচারে ব্যবহার করা হয়েছিল স্কুলের পড়ুয়াদের। বাড়ানো হয়েছিল রাস্তায় নজরদারি। তারপরেও দুর্ঘটনা ও মৃত্যু আটকানো গেল না । বুধবার ধানবাদ-জামশেদপুর ১৮ নং জাতীয় সড়কের উপর আইমুন্ডি মোড়ের কাছে এক পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত হল এক বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম বাদল পরামানিক(৫৪)। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার রুদড়া গ্রামে। জানা গিয়েছে পিক আপ ভ্যানটি ওই বাইক আরোহীকে ধাক্কা মারলে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি পুরুলিয়া মফস্বল থানার পুলিশ তাকে উদ্ধার করে দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
Post Comment