নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
নিম্নচাপের জেরে বুধবার ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া জুড়ে। এমনিতেই। ৯ জুলাই পর্যন্ত এ মরশুমে জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ৬৯৮.৮০ মিমি। সাধারণত স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৩৯.৫৬ মিমি। স্বাভাবিকের তুলনায় ডবলেরও বেশি ১০৫.৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এবার।
মঙ্গলবার গড় বৃষ্টির পরিমাণ দাঁড়িয়েছে ২৩.০৮ মিলিমিটার। জেলার বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর মিলেছে।
জেলার মধ্যে কাশিপুরে সর্বোচ্চ ৩৫.৬ মিমি এবং হুড়া ব্লকে ৩৪.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পাশাপাশি বরাবাজার (৩৪.০ মিমি) এবং পাড়ায় (৩২.০ মিমি) তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে, হাতোয়াড়া (১৬.৪ মিমি), জয়পুর (১৬.৬ মিমি), বাঘমুন্ডি (১৫.২ মিমি), মানবাজার (১৪.০ মিমি) এবং বলরামপুর (১৪.২ মিমি) এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
Post Comment