insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ে চাকরির প্রশিক্ষণ শিবিরের স্ক্রিনিং টেস্টে উপচে পড়া ভিড়

অযোধ্যা পাহাড়ে চাকরির প্রশিক্ষণ শিবিরের স্ক্রিনিং টেস্টে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি ,পুরুলিয়া:

অযোধ্যা পাহাড়ের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ফের একবার সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এলো পুরুলিয়া জেলা পুলিশ। মঙ্গলবার বৃষ্টিকে উপেক্ষা করেই অযোধ্যা পাহাড়ের হিলটপ এলাকার সিআরপিএফ ক্যাম্পে অনুষ্ঠিত হল আবাসিক প্রশিক্ষণ শিবির ২০২৫-এর স্ক্রিনিং টেস্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষায় অংশ নেন মোট ২০৮ জন প্রার্থী। তাদের মধ্য থেকে ৫০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

এই বাছাই পর্বে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশ আধিকারিকরা। নেতৃত্বে ছিলেন ঝালদার এসডিপিও গৌরব ঘোষ ও বলরামপুর সার্কেল ইন্সপেক্টর বাপ্পা মিত্র। স্ক্রিনিংয়ে প্রার্থীদের উচ্চতা, ওজন, বুকের মাপ, নথিপত্র যাচাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে সাধারণ জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা হয়। বিশেষভাবে রাজ্য ও পুরুলিয়া জেলার প্রসঙ্গেও প্রশ্ন করা হয়।

এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষকের ভূমিকায় থাকবেন পুরুলিয়া জেলা পুলিশের অফিসাররা। পাশাপাশি, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও অফলাইনের পাশাপাশি অনলাইনে প্রশিক্ষণ দেবেন। পরবর্তী সপ্তাহ থেকে শুরু হতে চলা এই তিন মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ শিবিরে প্রার্থীদের সেনা, পুলিশ বা অন্যান্য ইউনিফর্মড ফোর্সে চাকরির উপযুক্ত করে তোলাই মূল লক্ষ্য।

পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই বিশেষ প্রকল্প পরিচালিত হচ্ছে। তাঁর নেতৃত্বে পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী অযোধ্যা পাহাড়ের আদিবাসী যুবসমাজকে মূল স্রোতে নিয়ে আসার প্রয়াসে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির সভাপতি বলিবাস মুর্মু বলেন, “পাহাড়ের মানুষের অনেক প্রতিভা থাকা সত্ত্বেও পরিকাঠামোর অভাবে তারা পিছিয়ে পড়ে। পুলিশের এই প্রশিক্ষণমূলক উদ্যোগ পাহাড়ের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। শুধু পর্যটন নয়, কর্মসংস্থানেও যেন এই পাহাড় বিকশিত হয়— এটাই আমাদের প্রত্যাশা।”

জেলা পুলিশ মনে করছে, এই ধরনের সামাজিক উদ্যোগ শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগই নয়, অযোধ্যা পাহাড়ে মাঝে মাঝে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। প্রশাসনের এই উদ্যোগকে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।

Post Comment