নিজস্ব প্রতিনিধি , সাঁতুড়ি:
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সৌমেন মুর্মু (২৮), বাড়ি সাঁতুড়ি থানার চৈরাবাড়ি গ্রামে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে, রঘুনাথপুর-শালতোড় রাজ্য সড়কের লেদাসন মোড়ের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন যুবক একটি বিয়েবাড়ি থেকে মোটরবাইকে ফিরছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক লরির পেছনে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনায় দু’জন যুবক জখম হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে। সাঁতুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সৌমেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত যুবকের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। দায়ের হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা।
Post Comment