insta logo
Loading ...
×

নিখোঁজের ৬ দিন পরপঁচাগলা মৃতদেহ উদ্ধার রঘুনাথপুরে

নিখোঁজের ৬ দিন পরপঁচাগলা মৃতদেহ উদ্ধার রঘুনাথপুরে

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

নিখোঁজ হওয়ার ৬ দিন পর এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল রঘুনাথপুর থানার তিলাগোড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দয়াল মল্লিক (২৪)। তার বাড়ি সাঁওতালডিহি থানার বহড়া গ্রামে। শনিবার ডিডিসির রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাম্পিং গ্রাউন্ড তিলগোড়া থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে ওই ব্যক্তি রঘুনাথপুর থানার মনিপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। সেখান থেকে গত ৩০ জুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। এই মর্মে পরে রঘুনাথপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তারা। শনিবার ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাম্পিং গ্রাউন্ড তিলাগোড়ায় পঁচা গন্ধ ছড়ায়। ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খানিকটা মাটি,পাথর সরিয়ে ওই নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিভিসির অকেজো পাথর, মাটি সেখানে ফেলে দেওয়া হয়। আর ওই সময় ফেলে দেওয়া মাটি,পাথরের সঙ্গে সামান্য লোহার টুকরো, কয়লা থেকে থাকে। ফলে সেগুলি স্থানীয় বহু মানুষজন বাছাই করে কুড়িয়ে নিয়ে যান। পুলিশের প্রাথমিক অনুমান ঘটনাস্থলে কোনো ভাবে ওই ব্যক্তি পড়ে যান। পরে ফেলে দেওয়া পাথর – মাটি শরীরের উপর ঢাকা পড়ে যায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। তবে কি ভাবে মৃত্যু হয়েছে ,তার প্রকৃত কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

Post Comment