নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত আরও একজন। শনিবার পুরুলিয়া- বরাকর রাজ্য সড়কের উপর পুরুলিয়া মফস্বল থানার বড়াসিনি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিঠুন বাউরি (৩১)। তার বাড়ি পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রেণী রোড এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে তাদের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর এক যুবক চিকিৎসাধীন। দ্রুত গতিতে আসার সময় গার্ডরেলে ধাক্কা লেগে দুর্ঘটনাটি হয়েছে বলে জানা গিয়েছে।
Post Comment