নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ১৮ নম্বর জাতীয় সড়কের টামনা থানার দামদা গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চৈতু মাহাত (৫০)। তার বাড়ি টামনা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি সাইকেল নিয়ে পুরুলিয়া দিক থেকে টামনা গ্রামের দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে বেপরোয়া ভাবে একটি লরি এসে তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক লরিটিকে আটক করেছে টামনা থানার পুলিশ।
Post Comment