insta logo
Loading ...
×

নিম্নচাপের মেঘ সরতেই পুজোর কেনাকাটার ভিড়,সঙ্গে পেট পুজোও

নিম্নচাপের মেঘ সরতেই পুজোর কেনাকাটার ভিড়,সঙ্গে পেট পুজোও

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক

মাতলো রে ভুবন….!
নিম্নচাপের মেঘ কাটতেই পুজোর রবিবাসরীয় কেনাকাটায় কার্যত অবরুদ্ধ হয়ে গেল শহর পুরুলিয়া। তবে তা সামাল দেয় পুলিশ। শহর পুরুলিয়ার পাশাপাশি রবিবার ব্লক সদর এলাকাতেও পুজোর কেনাকাটায় ছিল ভিড়। বান্দোয়ান থেকে
নিতুড়িয়া। বাঘমুন্ডি থেকে রেল শহর আদ্রা। জামা-কাপড় দোকানে ছিল ঠাসা ভিড়।

নিম্নচাপের জেরে কয়েকদিন এই জেলায় পুজোয় সেভাবে কেনাকাটা হয়নি। কখনও ঝিরঝিরে, আবার মুষলধারে বৃষ্টিতে জেলার অধিকাংশ মানুষই ছিলেন ঘরবন্দি। ফলে বিভিন্ন জামা-কাপড়ের দোকানের মালিকরা কার্যত মাছি তাড়াচ্ছিলেন। শহর পুরুলিয়ার সিটি সেন্টার ছাড়াও এদিন সকাল থেকেই কাপড় গলিতেও ছিল ভিড়। তবে এই কাপড়গলিতে মূলত গ্রামের ভিড় ছিল বেশি। সাধারণভাবে বাঙালির মহালয়ার আগেই পুজোর কেনাকাটা সব শেষ হয়ে যায়। এদিন মহালয়ার আগে ছিল শেষ রবিবার। ফলে সকালবেলায় দোকানের ঝাঁপ খুলতেই ভিড় হতে শুরু করে।দুপুরেও শহরের বিভিন্ন শপিংমলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মহালয়ার আগে সমস্ত কেনাকাটা শেষ করে দিতে শুধু শপিং-র ব্যস্ততায় নয়। পুজোর কেনাকাটা করতে এসে চলে পেট পুজোও।

Post Comment