insta logo
Loading ...
×

নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য

নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার নিতুড়িয়া থানার রায়বাঁধ এলাকায়। মঙ্গলবার সকালে রায়বাঁধ গ্রামের পাশের এমাইডি জঙ্গলে এক ব্যক্তির কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিতুড়িয়া থানার পুলিশ।
প্রথমে দেহটি অজ্ঞাত পরিচয় বলে মনে হলেও পরে গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শক্তিপদ মুর্মু কঙ্কালের পাশে ছড়িয়ে থাকা জামাকাপড় দেখে নিজের ছেলে সন্দীপ মুর্মুর (১৬) দেহ বলে সনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ জুন মোবাইল ফোন না পাওয়ায় অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সন্দীপ। এরপর সে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর ১৮ জুন নিতুড়িয়া থানায় ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন বাবা শক্তিপদ মুর্মু।

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন জঙ্গলের ভিতর একটি গাছে দড়ির ফাঁস ও আশপাশে ছড়িয়ে থাকা হাড়গোড় চোখে পড়ে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোর। পরে বন্যপ্রাণী বা সারমেয়ের দল মৃতদেহ খেয়ে ফেলায় কঙ্কাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে পারে।

এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিতুড়িয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কাল ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Comment