নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
“প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন” মূলত এই স্লোগানকে সামনে রেখে মানবাজার ১ ব্লক ও মানবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বুধবার পালিত হল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এদিন সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে মানবাজার ব্লক থেকে প্ল্যাকার্ড নিয়ে সচেতনতামুলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ধনঞ্জয় কুমার, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহকারী সভাপতি দিলীপ পাত্র সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা। মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, পরিবেশকে বাঁচানোর জন্য যাতে প্লাস্টিক ব্যবহার না করা হয় তার জন্য আমরা প্লাস্টিক ডোনেশন ক্যাম্প করছি।মূলত যারা প্লাস্টিকের একটি বা একাধিক বোতল আমাদের দেবে তাদের একটি করে আমরা কাপড়ের ব্যাগ উপহার হিসেবে দিচ্ছি। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করাই আমাদের মুল লক্ষ্য।
Post Comment