নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ফরওয়ার্ড ব্লক দলের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অশোক ঘোষের ১০৩ তম জন্মদিবস জেলা জুড়ে পালিত হল বুধবার । এদিন দলের পক্ষ থেকে মূল অনুষ্ঠানটি হয় ফরওর্য়াড ব্লকের জেলা কার্যালয়ে। অশোক ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অসীম সিনহা, জেলা সম্পাদক মিহির মাঝি সহ জেলা নেতৃবৃন্দ। তার সমাধিস্থল সুইসা নেতাজি সুভাষ আশ্রমেও দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়।
Post Comment