insta logo
Loading ...
×

বর্ষায় পুরুলিয়ায় স্বাভাবিকের থেকে ১২৪ শতাংশের বেশি বৃষ্টি

বর্ষায় পুরুলিয়ায় স্বাভাবিকের থেকে ১২৪ শতাংশের বেশি বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া


পুরুলিয়া জেলায় বর্ষা এবার যেন প্রকৃতির আশীর্বাদ হয়ে এসেছে। ১ জুন থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত সময়কালে জেলাজুড়ে মোট বৃষ্টিপাত হয়েছে ৫৮৯.৪৭ মিমি।যেখানে স্বাভাবিক পরিমাণ ছিল মাত্র ২৬২.৫৩ মিমি। অর্থাৎ জেলায় বৃষ্টিপাতের ১২৪. ৫ শতাংশ বেশি বর্ষণ হয়েছে স্বাভাবিকের তুলনায়। সোমবার সকাল সাড়ে আটটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৯.৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে জেলায়।

পুরুলিয়ার বিভিন্ন ব্লকে বৃষ্টির
খতিয়ান :-

হাতোয়ারা: ১১.৬ মিমি
জয়পুর: ২৮.৬ মিমি
ঝালদা: ১৫.২ মিমি
বাঘমুণ্ডি: ২১.২ মিমি
মানবাজার: ১৩.০ মিমি
বলরামপুর: ৩৮.৩ মিমি
বড়বাজার: ১২২.০ মিমি
নিতুড়িয়া: ৩৩.০ মিমি
সাঁতুড়ি: ৩৬.০ মিমি
পুঞ্চা: ৭.২ মিমি
হুড়া: ৯.৬ মিমি
কাশীপুর: ৪৫.৪ মিমি
পাড়া: ৮.৮ মিমি
এদিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ২৯.৭৬ মিমি।

তাপমাত্রাও ছিল তুলনামূলকভাবে মনোরম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বনিম্ন ছিল ২৫.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এই অতিবৃষ্টিতে মার খাচ্ছে আমন চাষ। বলা যায় চাষ কার্যত শুরুই করা যায়নি
বীজতলা না হওয়ার কারণে।
এদিকে নিচু এলাকা এবং জল জমার উপযোগী অঞ্চলগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Post Comment