নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো পুলিশ।
রবিবার সকালে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার সেরেংডি গ্রামে ওই যুবকের ঝুলন্ত
মৃতদেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ঋষিকেশ গরাই (২৫)। এদিন সকালে শোবার ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবক উদ্ধার হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
Post Comment