insta logo
Loading ...
×

পুঞ্চায় সাপের ছোবলে শিশুকন্যার মৃত্যু

পুঞ্চায় সাপের ছোবলে শিশুকন্যার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা:

মামাবাড়িতে বেড়াতে এসে সাপের ছোবলে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুকন্যার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম তিথি বাউরী (৬)। তার বাড়ি বাঁকুড়া জেলার হিড়বাঁধ থানার গোপালপুর গ্রামে। কয়েকদিন আগেই সে পুঞ্চা থানার লাখরা গ্রামে মামাবাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ির ভিতরেই তিথিকে সাপে ছোবল মারে। ঘটনার পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিথিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Post Comment