insta logo
Loading ...
×

মায়ের সামান্য বকুনি! তাতেই কী করল মেয়ে?

মায়ের সামান্য বকুনি! তাতেই কী করল মেয়ে?

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

মায়ের সামান্য বকুনি! তাতেই কী করল মেয়ে জানেন? মায়ের বকুনি খেয়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করল পুরুলিয়ার মানবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার শিশু কল্যাণ কমিটির মাধ্যমে ওই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার টিউশন থেকে দেরি করে বাড়ি ফিরেছিল ওই ছাত্রী। এ নিয়ে মা বকাঝকা করলে অভিমানে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। দীর্ঘক্ষণ কেটে গেলেও ফিরে না আসায় সন্ধ্যার পর মেয়েকে খুঁজতে শুরু করে পরিবার। রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় শেষমেশ মানবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। তদন্তে নেমে অবশেষে কিশোরীকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন উপযুক্ত প্রক্রিয়া মেনে শিশুকল্যাণ কমিটির মাধ্যমে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

Post Comment