নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঠিকাদারকে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। বাঘমুন্ডি থানার পুলিশ বৃহস্পতিবার ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন হুড়ুমদা গ্রাম থেকে গ্রেফতার করে হাসিম ওরফে নেড়া মোমিনকে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক বেআইনি কাজকর্মের অভিযোগ রয়েছে। ঝাড়খণ্ডেও তার নামে একাধিক মামলা রুজু রয়েছে।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। বীরগ্রামের বাসিন্দা ডিসাইড ঠিকাদার কেশব চন্দ্র কুমার থানায় লিখিত অভিযোগে জানান, তিনি জিলিং গ্রামে নতুন নির্মীয়মাণ একটি পাকা রাস্তায় নিজের ট্র্যাক্টর নিয়ে কাজ করাতে যান। রাস্তার শেষ সীমানায় দাঁড়িয়ে থাকার সময় আচমকাই সেখানে পৌঁছয় অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, তখনই কোমর থেকে আগ্নেয়াস্ত্র বার করে ঠিকাদার কেশববাবুর দিকে তাক করে প্রাণে মারার হুমকি দেয় এবং মারধর শুরু করে।
ঘটনায় কেশববাবু সামান্য আহত হন। তবে সৌভাগ্যক্রমে তাঁর ভাই রাজীব কুমার পাশে ছিলেন। তিনিই ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে বাঘমুন্ডি থানার পুলিশ তৎপরতা দেখিয়ে বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের তরফে জানানো হয়েছে, মারধর, হুমকি এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আদালতে তোলা হলে বিচারক ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Post Comment