নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:
পুরুলিয়ার বাঘমুন্ডিতে বিদ্যুৎ পরিষেবার অনিয়মে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। সোমবার দুপুরে সরাগডি গ্রামের বেশ কয়েকজন মহিলা, যাঁদের অনেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, বাঘমুন্ডি বিদ্যুৎ দফতরের গ্রাহক পরিষেবা কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। হঠাৎ তালা ঝুলে যাওয়ায় অফিসের কর্মীরা দফতরের ভিতরেই আটকে পড়েন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভ চরম উত্তেজনার সৃষ্টি করে এলাকায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরাগডি গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট লেগেই রয়েছে। গ্রামবাসীদের দাবি অনুযায়ী কিছুদিন আগে ওই গ্রামকে বাঘমুন্ডি টাউনশিপ এলাকার একটি নির্ভরযোগ্য ফিটারের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি কোনও রকম পূর্ব ঘোষণা বা গ্রামবাসীদের অবগত না করেই সেই সংযোগ পরিবর্তন করে দেওয়া হয়। এতে আবারও সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা।
বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিনের দুর্ভোগের পরে সাময়িক স্বস্তি মিলেছিল, কিন্তু ফের পুরনো সমস্যায় ফিরে যেতেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। পরে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা শান্ত হন এবং তালা খোলা হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে গ্রাহকদের কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Post Comment