নিজস্ব প্রতিনিধি , কেন্দা:
নেশা মুক্ত গ্রাম গড়তে পথে নামল মহিলারা। কেন্দা থানার রাজনোয়াগড় গ্রামের স্বনির্ভর গ্রুপের মহিলারা একত্রিত ভাবে এসে রবিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ জমা করলেন। তাদের দাবি ছেলে, যুবক, বৃদ্ধ সকলেই নেশায় আসক্ত হচ্ছে। তাই নেশা মুক্ত গ্রাম গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই অভিযোগ।
Post Comment