insta logo
Loading ...
×

আবার ভারি বর্ষণ? কী বলছে পূর্বাভাস

আবার ভারি বর্ষণ? কী বলছে পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

গত ২৪ ঘন্টায় পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। জেলার মোট ১৪টি বৃষ্টিমাপক কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে অল্পবিস্তর বৃষ্টিপাত হলেও বাকি ৬টি কেন্দ্রে একেবারেই বৃষ্টি হয়নি।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নিতুড়িয়া ব্লকে — ৫২.০ মিলিমিটার। এরপরে রয়েছে কাশিপুর, যেখানে বৃষ্টির পরিমাণ ছিল ১০.৪ মিমি। হাতোয়াড়ায় ৯.০ মিমি, হুড়ায় ৩.৬ মিমি, বলরামপুরে ৩.২ মিমি, পাড়ায় ২.৮ মিমি এবং সাঁতুড়িতে মাত্র ২.০ মিমি বৃষ্টিপাত হয়েছে।

জেলার অন্যান্য ছয়টি কেন্দ্রে (যথা ঝালদা, মানবাজার, বাঘমুন্ডি, বরাবাজার, জয়পুর, রঘুনাথপুর) কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এই দিন জেলার গড় বৃষ্টিপাত ছিল মাত্র ৬.৩৮ মিলিমিটার। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Post Comment