insta logo
Loading ...
×

নষ্ট ২০০ লিটার মদ, মদের বিরুদ্ধে তুমুল অভিযান

নষ্ট ২০০ লিটার মদ, মদের বিরুদ্ধে তুমুল অভিযান

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

চোলাই মদের রমরমা কারবার রুখতে শনিবার বান্দোয়ান থানার একাধিক গ্রামে অভিযান চালাল মানবাজার আবগারি রেঞ্জ ও বান্দোয়ান থানার যৌথ বাহিনী। মানবাজার ডেপুটি এক্সাইজ কালেক্টর- এর নেতৃত্বে এই অভিযানে কুঁচিয়া, জোসপুর, ধাধকা, পুনসা, কাঁটাগোড়া, ঘোরাতিকা, মধুবন ও রাজৌলি-সহ একাধিক জায়গা থেকে প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার ও নষ্ট করা হয়।

এছাড়া, মদ তৈরির প্রায় ২৮০০ লিটার উপকরণ ধ্বংস করা হয়েছে এবং বাজেয়াপ্ত হয়েছে ১২টি মদ তৈরির হাড়ি। আবগারি দপ্তর সূত্রে খবর, জঙ্গলমহলের এই সব অঞ্চলে বেআইনি মদ ব্যবসা রুখতে ভবিষ্যতেও চলবে কড়া নজরদারি ও লাগাতার অভিযান।

Post Comment