insta logo
Loading ...
×

ফাঁকা বাড়ি পেয়ে চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার সম্পত্তি

ফাঁকা বাড়ি পেয়ে চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার সম্পত্তি

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

ফাঁকা বাড়িকে নিশানা করে দুঃসাহসিক চুরির ঘটনা রঘুনাথপুরে। চুরি গেছে নগদ এক লাখ টাকা, সঙ্গে কয়েক লক্ষ টাকার সোনার ও রুপোর গয়না। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রঘুনাথপুর থানার ডুমুরকোলা গ্রামে। গৃহকর্তা নেপাল বন্দ্যোপাধ্যায় জানান, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে তালা মেরে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে গিয়েছিলেন।

শুক্রবার বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, আলমারি তছনছ। খোয়া গিয়েছে নগদ টাকা ও সোনার-রুপোর গয়না। এরপরই তিনি রঘুনাথপুর থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। চুরির পেছনে পেশাদার চক্র জড়িত থাকতে পারে বলেই অনুমান। এলাকায় বাড়তি নজরদারি শুরু করেছে পুলিশ।

Post Comment