নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে রাস্তা। যানবাহন নিয়ে যাতায়াত তো দূরের কথা। হেঁটে যাওয়াও মুশকিল হয়ে পড়েছে। বর্ষার শুরুতেই তিনদিনের টানা বৃষ্টিতে রাস্তার হাল আরও খারাপ হয়েছে। তাই এবার রাস্তা সংস্কারের দাবিতে ধান পুঁতে প্রতিবাদ দেখালেন বাঘমুন্ডি ব্লকের মাঠা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পঁড়া গ্রামের বাসিন্দারা। আর ওই অভিনব প্রতিবাদের পরেই রাস্তা সংস্কারে মিলেছে আশ্বাস।
স্থানীয় বাসিন্দারা জানান, জামতলা মোড় থেকে পঁড়া গ্রাম পর্যন্ত ২ কিমি কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষাকালে বৃষ্টির জেরে রাস্তা আরও খারাপ হয়ে পড়েছে । সমস্ত রাস্তাটিই খানাখন্দে ভরা | যার জেরে প্রায় ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে রাস্তাটি । সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রী থেকে প্রসূতি মায়েদের | পঁড়া গ্রামের বাসিন্দা শুষেন গরাঁই, দোলগোবিন্দ গরাঁই বলেন,
“এই রাস্তা দিয়ে সহজেই বাঘমুন্ডি ও বলরামপুরে যাওয়া যায়। তেমনই অন্য দিকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের সাথেও যোগাযোগ মসৃন করেছে। খুদুটি, চাউনিয়া , আমটার ও বাঁশিটাড় সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা রাস্তাটি ব্যবহার করেন। তাদের দাবি, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি । তাই এই প্রতিবাদ গ্রামবাসীদের |প্রতিবাদে এগিয়ে আসেন গ্রামের মহিলারাও।
অবিলম্বে রাস্তা সংস্কার না হলে এবার বড় আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান। প্রয়োজনে ভোট বয়কটের ডাক দেওয়া হবে |
এ বিষয়ে বিজেপি জেলাপরিষদের সদস্য রাকেশ মাহাতোর কটাক্ষ “উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় এলেও তারা সেই উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। এখন তারা কাটমানিতে ব্যস্ত। সামান্য রাস্তার জন্যেও গ্রামবাসীদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। পঁড়া গ্রামের বাসিন্দাদের এই প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছি । অবিলম্বে পূর্নাঙ্গ সংস্কার করা হোক রাস্তাটির।”
যদিও এবিষয়ে তৃণমূলের বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস মেহেতা বলেন, উদ্দেশ্যপ্রনোদিত ভাবে রাজনীতি করছে বিজেপি। কারণ বাঘমুন্ডি ব্লক থেকে প্রায় ২৫ লক্ষেরও বেশি টাকা বরাদ্দে ওই গ্রামের নতুন রাস্তা নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।”
Post Comment