insta logo
Loading ...
×

সাফ হচ্ছে আকাশ, খোঁজ মিললো বৃদ্ধের

সাফ হচ্ছে আকাশ, খোঁজ মিললো বৃদ্ধের

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

ধীরে ধীরে মেঘ পরিষ্কার হচ্ছে। গত ২৪ ঘন্টায় পুরুলিয়া জেলার বৃষ্টিপাতের রিপোর্ট (২১.০৬.২০২৫)

১. হাতোয়াড়া – ০.০ মিমি
২. জয়পুর – ০.০ মিমি
৩. ঝালদা – ০.৬ মিমি
৪. বাঘমুণ্ডি – ০.০ মিমি
৫. মানবাজার – ০.০ মিমি
৬. বলরামপুর – ০.০ মিমি
৭. বরাবাজার – ০.০ মিমি
৮. নিতুরিয়া – ২.২ মিমি
৯. সাঁতুড়ি – ০.০ মিমি
১০. পুঞ্চা – ০.০ মিমি
১১. হুড়া – ০.০ মিমি
১২. কাশীপুর – ১০.৬ মিমি
১৩. পাড়া – ৪.৪ মিমি

গড় বৃষ্টিপাত – ১.৩৭ মিমি

তাপমাত্রা
সর্বোচ্চ – ২৮.১° সেলসিয়াস
সর্বনিম্ন – ২৪.৫° সেলসিয়াস

এদিকে ৪৫ ঘন্টা পর খোঁজ মিলল
পুরুলিয়ার বরাবাজার থানার বাল্লার ঘাটে হড়পা বানে ভেসে যাওয়া বৃদ্ধর। না, তিনি আর বেঁচে নেই। স্থানীয় পুঁইজাঙা গ্রামের কাছে নেংসাই নদী থেকে বৃদ্ধের নিথর দেহ শনিবার সকালে উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ কাজের উদ্দেশ্যে সাইকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর পঁয়ষট্টির আনন্দ মুর্মু, ফাগুডি গ্রামের বাসিন্দা।

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছিল কুমারী নদী। স্থানীয়রা সতর্ক করলেও তিনি কজওয়ে পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে যান। সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল, চালানো হয় ঘুরপথে।

উদ্ধারে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নামানো হয় বোট, শুরু হয় চিরুনি তল্লাশি। কিন্তু প্রবল স্রোতে ব্যাহত হয় উদ্ধার কাজ।

আশায় দিন গুনছিল পরিবার। স্ত্রীর চোখে অশ্রু, দরজার দিকে চেয়ে শুধু একটাই আশা—ফিরে আসবে কি তাঁর আনন্দ? না, সে আশা পূর্ণ হলো মা প্রৌঢ়ার। আষাঢ়ের প্রথম বর্ষণ মুছে দিল তাঁর সিঁথির সিঁদুর।

Post Comment