insta logo
Loading ...
×

বর্ষণে ফাটল, সেতুতে যান চলাচল বন্ধ করল প্রশাসন

বর্ষণে ফাটল, সেতুতে যান চলাচল বন্ধ করল প্রশাসন

দেবীলাল মাহাত , আড়শা:

দুদিনের টানা বর্ষণে নদীতে বান আসায় নতুন করে সেতুতে দেখা দিয়েছে ফাটল। বিপদের আশঙ্কায় বৃহস্পতিবার দুপুর থেকে বেলডি সেতুতে পুরোপুরি যানচলাচল বন্ধ করে দিল প্রশাসন। ফলে শহর পুরুলিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা।

বাম আমলে কংসাবতী নদীর উপর থাকা সেতুটি তৈরি করে পুরুলিয়া জেলা পরিষদ। সাত বছর কাজ চলার পর ২০০১ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেতুটি তৈরি হওয়ায় আড়শা ব্লকের বেলডি, আড়শা, মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতের ৩০-৪০টি গ্রামের বাসিন্দাদের পুরুলিয়া শহরের দূরত্ব অনেকটাই কমে যায়। চার বছর আগে সংস্কারহীন সেতুর চাতালের অংশ ভেঙে পড়ে। নির্বিচারে বালি তোলার ফলে সেতুর স্তম্ভের কাছে তৈরি হয় বড় বড় গর্ত। সেতুর অবস্থা বিপজ্জনক বলে প্রশাসনের পক্ষ থেকে সেই সময় থেকে ভারি গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে সেতু মেরামত বা পুনর্নির্মাণে আর কোনো প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। সংস্কারের অভাবে, ২০২৩ সালের আগস্ট মাসে সেতুর মাঝের অংশ বসে যায়। তারপর থেকে ভগ্ন সেতুর উপর দিয়েই বিপদের ঝুঁকি নিয়েই চলছিল ছোট চার চাকার গাড়ি পারাপার। কিন্তু আবার সেতুতে ফাটল দেখা দেওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে যানচলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে বিপাকে পড়েছেন বাসিন্দারা।বামুনডিহা গ্রামের বাসিন্দা রামপদ মাহাত ,কুদাগাড়া গ্রামের বাসিন্দা রমেশ মাঝি জানান, “সেতুটি বসে যাওয়ার পর আমাদের খুব অসুবিধার মধ্যে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে সেতুটি সংস্কার করা দরকার।”

Post Comment