insta logo
Loading ...
×

বান্দোয়ানে নাইলনের জালে পেল্লাই সাইজের রক পাইথন! উদ্ধার বন কর্মীদের।

বান্দোয়ানে নাইলনের জালে পেল্লাই সাইজের রক পাইথন! উদ্ধার বন কর্মীদের।

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:


কংসাবতী দক্ষিণ বন বিভাগের বান্দোয়ান ১ নম্বর রেঞ্জের অন্তর্গত ঘুষিকডি গ্রামে রক পাইথনের দেখা মেলায় চাঞ্চল্য ছড়ায়।
একটি বিশালাকার রক পাইথন নাইলনের বেড়ার জালে আটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা সাপটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। খবর পাওয়ার পর বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বিশেষ দক্ষতার সঙ্গে উদ্ধার করেন প্রায় ৬ ফুট লম্বা ও প্রায় ৮ কেজি ওজনের ওই বিরল প্রজাতির পাইথনটিকে। উদ্ধার পর্ব সম্পন্ন হওয়ার পর সাপটিকে নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।

বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি প্রাপ্তবয়স্ক রক পাইথন। সম্প্রতি বনভূমির আশেপাশে বসতিপূর্ণ এলাকায় বন্যপ্রাণ-র উপস্থিতি বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার পাশাপাশি বনবিভাগের সঙ্গে সমন্বয় রেখে চলারও আহ্বান জানানো হয়েছে। এই ধরনের তৎপরতা পরিবেশ এবং বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা।

Post Comment