insta logo
Loading ...
×

বিয়ের ৩৫ দিনের মাথায় এ কী হলো?

বিয়ের ৩৫ দিনের মাথায় এ কী হলো?

নিজস্ব প্রতিনিধি , কেন্দা :

মাত্র ৩৫ দিনের বিবাহিত জীবনে ভেঙে পড়তে হল এক তরুণীকে—অভিযোগ, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার অন্তর্গত মাকড়কা গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষের চাহিদা মতো নগদ অর্থ ও উপহারসামগ্রী দেওয়া হয় বলে অভিযোগ। তবে বিয়ের পরপরই শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর মানসিক ও শারীরিক নিপীড়ন শুরু করে। আরও অভিযোগ , বধূর বাপের বাড়ি থেকে অতিরিক্ত ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার, যখন শ্বশুরবাড়ি থেকে তাঁর দাদাশ্বশুর তাঁকে চিকিৎসার অজুহাতে পুরুলিয়ায় নিয়ে আসেন এবং সেখানেই একা ফেলে চলে যান। পরে তিনি নিজের বাবাকে ফোন করে ডেকে নিয়ে এসে সোজা কেন্দা থানায় পৌঁছান ওই নববধূ।

কেন্দা থানার পুলিশ জানিয়েছে, নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী সহ চারজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Post Comment