বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া
সরকারি আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো সমাবর্তন কর্মসূচি। শুক্রবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা গ্রামে অবস্থিত সরকারি আইটিআই কলেজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাত ধরে এই অনুষ্ঠানের সূচনা হয়। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে এই কর্মসূচি।
এদিন কলেজের কীর্তি ছাত্র-ছাত্রীদের দের হাতে শংসাপত্র ও পুরষ্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষক শুভদীপ চক্রবর্তী, চাকোলতোড় বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত রজক, হরেলাল কুম্ভকার, সোনাজুরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দনা মাহাতো, আইটিআই কলেজের প্রিন্সিপাল সৈকত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানের বিষয়ে আইটিআই কলেজের প্রিন্সিপাল সৈকত মজুমদার বলেন , ফি বছরই তাদের কলেজে কনভোকেশন তথা সমাবর্তন অনুষ্ঠান হয়। এই কলেজছ ইলেকট্রিশিয়ান , ফিটার, ইলেকট্রনিক্স এবং ওয়েল্ডার এই চারটি ট্রেড আছে। এই সমস্ত ট্রেড নিয়ে পড়াশোনা করার পর কৃত ছাত্র-ছাত্রীদের জন্যই এই অনুষ্ঠান। যারা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছে, এই অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার এবং প্রশংসাপত্র তুলে দেওয়া হল। এছাড়াও ছিল নানান সংস্কৃতি অনুষ্ঠান।
Post Comment