নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান:
ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে আবারও হানা দলছুট দুটি হাতির। মঙ্গলবার ভোরে বান্দোয়ানের কুচিয়া গ্রামে ঢুকে পড়ে একজোড়া হাতি। ধান খাওয়া থেকে শুরু করে ঘরবাড়ি ভাঙচুর—সব মিলিয়ে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে। তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে ধান, সবজি ও বীজতলা।
প্রথম হামলার শিকার দয়াল মুর্মুর অ্যাসবেসটস ছাউনি। চোখের সামনে হাতিকে ধান খেতে দেখে হতবাক তিনি। চিৎকার শুনে ছুটে আসেন পড়শিরা। এরপর হাতির দল মোহন ও কানাই হেমব্রমের ঘরেও হানা দেয়। স্থানীয় বাসিন্দারা তাড়াতে গেলে, হাতি দুটি সরে যায় কুচিয়া ক্যাম্পের দিকে, সেখান থেকে লুকাপনি হয়ে পাহাড়কোল।

সেখানে ধর্মদাস সিং-এর কাঁঠাল গাছ থেকে খায় চারটি কাঁঠাল। পরে কাছের পাহাড়ের ঢালে গিয়ে আশ্রয় নেয়। বনদফতর সূত্রে জানা গেছে, হাতি দুটি—একটি পুরুষ ও একটি মাদি—গালুডি রেঞ্জ থেকে এসেছে।ঘটনার খবর পেয়ে কুচিয়া ২ বনাঞ্চলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, কয়েক মাস আগেও এক দাঁতাল হাতি দুয়ারসিনি পর্যটন কেন্দ্র পর্যন্ত এসে তাণ্ডব চালিয়েছিল। বন দফতর জানিয়েছে, ক্ষয়ক্ষতির সমীক্ষা চলছে। দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে।
Post Comment