নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক উন্নয়নে ৯ টি বিষয়কে সামনে রেখে কাজ শুরু করলো পুরুলিয়া জেলা প্রশাসন। সোমবার শহর পুরুলিয়ার রবীন্দ্র ভবনে পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনার জেলা স্তরের কর্মশালার মধ্য দিয়ে এই কাজ শুরু হয়। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রানা বিশ্বাস বলেন, ” গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনায় স্থিতিশীল উন্নয়নের স্থানীয়করনে ৯ টি ভাবনাকে নিয়ে আমরা এগোচ্ছি। আনুষ্ঠানিকভাবে সেই কাজ শুরু হলো। ” জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ওই ৯ টি ভাবনা হল দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্যকর গ্রাম পঞ্চায়েত, শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত, পর্যাপ্ত জলের ব্যবস্থা, ক্লিন এন্ড গ্রিন পঞ্চায়েত, স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামো, মহিলা বান্ধব পঞ্চায়েত, সামাজিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই সঙ্গে দ্রুত পরিষেবা। এদিনের কর্মশালায় ছিলেন প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সেইসঙ্গে ব্লকের এক আধিকারিক। যিনি উন্নয়নের কাজে প্রশিক্ষণ দেবেন। এছাড়া ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও।
Post Comment