insta logo
Loading ...
×

৮০ সিএফটি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক জয়পুরে

৮০ সিএফটি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক জয়পুরে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

বেআইনি বালির বিরুদ্ধে অভিযান চলছেই পুরুলিয়ায়। শনিবার রাতে পুরুলিয়ার জয়পুর থানার মিরডি-জয়পুর রাস্তায় খবরের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে ৮০ সিএফটি বেআইনি বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে। এই ঘটনায় ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে স্বত:প্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ওই ট্রাক্টরে কোন নম্বর প্লেট ছিল না বলে অভিযোগ।

Post Comment