insta logo
Loading ...
×

৮ দলের জমজমাট ক্রিকেট পুঞ্চায়

৮ দলের জমজমাট ক্রিকেট পুঞ্চায়

অমরেশ দত্ত, পুঞ্চা:

৮ দলের অংশগ্রহণে আয়োজিত হলো জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। পুঞ্চা ব্লকের নপাড়া অঞ্চলের রমাইডি মাঠে আয়োজিত হল সভাপতি কাপ ২০২৪। দু দিন ধরে চলা ক্রিকেট প্রতিযোগিতায় ৮টি দলই ছিলো উনিশ-বিশ। আজ রবিবার রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জেবিএস ক্রিকেট টিম ধাদকিডি ও আরোহী ইলেভেন পুরুলিয়া। এদিন জেবিএস ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরোহী ইলেভেন। দুদিন ধরেই ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।ফাইনাল খেলায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু,পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জি, প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, ব্লক সভাপতি অশোক কুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস, বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন মাহাতো সহ বিশিষ্টব্যাক্তিবর্গ।

Post Comment