বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি আর ইউরেনাস — যেন দাঁড়িয়েছে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। এক রেখায় দেখা গেল বৃহস্পতি-মঙ্গল-শুক্র-শনি- নেপচুন-ইউরেনাসকে। এক বিরল জাগতিক গ্রহ অবস্থানের সাক্ষী থাকলো বিশ্ব। মহাকাশ বিজ্ঞানীদের ভাষায় যাকে বলা হয় ‘প্ল্যানেটরি প্যারেড’। একইসঙ্গে ছয় গ্রহ এক সরলরেখায় চলে আসা বিরলতম ঘটনা। যা ৭৬ বছর পর একবার ঘটে। অর্থাৎ মানব জীবনে মাত্র একবারই দর্শন হবে। তাও যদি ভাগ্যে থাকে। আর এই বিরল ঘটনার সাক্ষী থাকতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। শনিবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাসে টেলিস্কোপের মাধ্যমে সর্বসাধারণের জন্য এই দৃশ্য দেখার ব্যবস্থা করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হাজির হন শনিবার রাতে। বিরল জাগতিক দৃশ্যে সকলেই মেতে উঠেছিলেন। অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন এই ঘটনার সাক্ষী থাকতে পেরে। আগত দর্শনার্থী প্রসেনজিৎ মল্লিক, আরতী রাঠী প্রমুখ পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা বলেন এভাবে এমন মহাজাগতিক দৃশ্য দেখতে পাব, ভাবতে পারিনি। একই রাতে একই সরলরেখায় গ্রহদের দেখতে পাওয়া মানব জীবনে আক্ষরিক অর্থেই বিরল। জীবন সার্থক।

জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, এই ঘটনা বিরলতম হলেও তার বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা রয়েছে। বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করছেন। শনিবার অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে গ্রহদের দর্শন উপলব্ধ করানোর জন্য জেলা বিজ্ঞান কেন্দ্রর উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল। সকলের যথেষ্ট সাড়া পেয়েছি আমরা।











Post Comment