insta logo
Loading ...
×

মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে পুরুলিয়া শহরে গ্রেফতার ৬

মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে পুরুলিয়া শহরে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুজোর মধ্যে বাইকারদের উপদ্রব ঠেকাতে পথে নামল পুরুলিয়া জেলা পুলিশ। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় মোটরবাইক চালানোর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মোটরবাইকে অতিরিক্ত সংখ্যায় যাতায়াতের জন্য আটক করা হয়েছে দু’জনকে। খুশির উৎসব যাতে বিষাদে পরিণত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। এরই মধ্যে অন্যতম পদক্ষেপ মদ্যপ চালকদের দৌরাত্ম ঠেকানো। মঙ্গলবার রাতে পুরুলিয়া শহরের গোশালা মোড়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ও সদর ট্রাফিকের আধিকারিকরা বিশেষ নাকা তল্লাশি শুরু করে। নাকা তল্লাশিতে ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহ রায়, জেলা ট্রাফিক ইন্সপেক্টর অঞ্জনকুমার মাইতি, সদর ট্রাফিক ওসি কৈলাস মাহাতো। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় বলেন, ” বেপরোয়া ড্রাইভিং-র ক্ষেত্রে আমাদের ধারাবাহিক অভিযান চলছে। এই অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। “

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোশালা মোড় দিয়ে মাঝ রাতে যাতায়াতকারী সমস্ত মোটর বাইক, চার চাকা এবং বড় গাড়ির চালকদের ব্রেথ এনালাইজার দিয়ে পরীক্ষা করেন ট্রাফিক গার্ডরা। আর এই নাকা তল্লাশির মধ্যেই মদ্যপ অবস্থায় পাওয়া যায় ৬ বাইক চালককে। ঘটনার পরেই তাদেরকে আটক করে পুলিশ। এছাড়াও একটি মোটরবাইকে তিনজন করে ভ্রমণের অভিযোগে দুটি মোটরবাইকের মালিককে জরিমানা করা হয়।

Post Comment