insta logo
Loading ...
×

৫৮ দপ্তরের কাজের প্রচারে পুরুলিয়ায় ৫৫০ লোকশিল্পী

৫৮ দপ্তরের কাজের প্রচারে পুরুলিয়ায় ৫৫০ লোকশিল্পী

৫৮ দপ্তরের কাজের প্রচারে পুরুলিয়ায় ৫৫০ লোকশিল্পী

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাজ্যের মোট ৫৮ টি দপ্তরের প্রচার করবে পুরুলিয়ার ৫৫০ লোক শিল্পী। সম্প্রতি তাদের নিয়ে পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে কর্মশালা হয়। ছৌ নাচ, ঝুমুর, আলকাপ, মাছানি, ভাদু, টুসু শিল্পীরা
ওই কর্মশালায় অংশ নেন। বিভিন্ন লোক আঙ্গিকে যারা গান করেন, সুর দেন, সঙ্গীত রচনা করেন এবং দলপতিদেরকেই ওই কর্মশালায় নিয়ে আসা হয়েছিল। কর্মশালায় ছিলেন তথ্য ও সংস্কৃতি বিভাগের বরিষ্ঠ অপর
অধিকর্তা কৌস্তুভ তরফদার। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, ” যে ৫৮ টি দপ্তর রয়েছে তার উন্নয়নমূলক কাজ নিয়ে প্রচার করবেন জেলার ৫৫০ জন লোক শিল্পী। ওই দপ্তরের উন্নয়নের কাজের বিষয়টি পুস্তিকা আকারে ওই শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়।”

Post Comment