insta logo
Loading ...

মানবাজার দুই-এ বিজেপি ও সিপিএম ছেড়ে ৫০ টি পরিবার তৃণমূলে

মানবাজার দুই-এ বিজেপি ও সিপিএম ছেড়ে ৫০ টি পরিবার তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি, বোরো : বিজেপি ও সিপিএম ছেড়ে ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।
মানবাজার ২ ব্লকের বড়গড়িয়া-জামতোড়িয়া অঞ্চলের রাঙামেট্যা সংসদের ২১১ বুথের রত্যাকচা গ্রামের ডুঙরীপাড়া ও পাতরডি এলাকার ওই পরিবারগুলি সোমবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন। এই যোগদানের ফলে ওই এলাকায় শাসক দলের সংগঠন আরও মজবুত হলো।

Post Comment