নিজস্ব প্রতিনিধি, হুড়া: গরু পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল পুরুলিয়ার হুড়া থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ ১১ টি শাবক সহ একটি ছোট চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে। একটি গাড়িতে চাপিয়ে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল অভিযোগ।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হাসেম আনসারি, মহম্মদ সামিম আনসারি, নাজিমুদ্দিন আনসারি, সোহরোব হুসেন আনসারি এবং মহম্মদ সাত্তার আনসারি। ধৃতদের প্রত্যেকের বাড়ি হুড়া থানার হিজুলি গ্রামে। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। পড়াশ্যা মোড়ে ওই গরু বোঝাই গাড়িটিকে আটক করে পুলিশ। তাদের দাবি, পুরুলিয়া-বাঁকুড়া ৩০-এ জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে পুরুলিয়ার দিকে আসছিল গাড়িটি। ওই গাড়িতে গবাদি পরিবহনের জন্য কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এরপরেই ধৃতদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে হুড়া থানার পুলিশ।
Post Comment