insta logo
Loading ...
×

পুরুলিয়ায় ৪২ জন পুলিশ আধিকারিকের বদলি

পুরুলিয়ায় ৪২ জন পুলিশ আধিকারিকের বদলি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নির্বাচনের প্রেক্ষিতে ভিন জেলায় বদলি হওয়া ৪২ জন পুলিশ আধিকারিককে পুরুলিয়ার বিভিন্ন থানায় পাঠানো হলো। সম্প্রতি রাজ্যের নির্দেশে তারা জঙ্গলমহলের এই জেলায় ফিরে আসেন। একইভাবে ওই লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিভিন্ন জেলা থেকে এই জেলায় আসা আধিকারিকদেরকেও রিলিজ করে দেওয়া হয়েছে।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী বিধিতে সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিকরা জেলার বাসিন্দা হওয়ায় অন্যান্য জেলায় বদলি করা হয়। সম্প্রতি তারা ওই জেলাগুলি থেকে বেলগুমা পুলিশ লাইনে কাজে যোগ দেন। সেখান থেকেই বিভিন্ন থানায় যাচ্ছেন তারা। তাদেরকে দ্রুত সংশ্লিষ্ট থানায় কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

Post Comment