নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
জয়পুর চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলোর অংশগ্রহণে চক্রস্তরের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো।শনিবার জয়পুর ব্লকের রোপো অঞ্চলের তালমু মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজাবাবু আনসারি, রোপো গ্রাম পঞ্চায়েতের সদস্য কাজল অধিকারি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি, অবর বিদ্যালয় পরিদর্শক জগন্নাথ প্রামাণিক প্রমুখ।











Post Comment