নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
বয়স তাদের আঠেরো পার হয়নি। ভালো করে বেরোয়নি গোঁফও। এক গৃহস্থের বাড়িতে চুরি করার অভিযোগে তিন কিশোরকে পাকড়াও করল পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ১৩ জানুয়ারি বান্দোয়ান থানার চিলা গ্রামের বাসিন্দা গায়ত্রী দে মেয়ের বাড়ি থেকে ফিরে দেখেন তাঁর বাড়ির দরজার তালা ভাঙা। বাড়ি অগোছালো। বৃদ্ধা গায়ত্রী দে বান্দোয়ান থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ দায়ের করে পুলিশকে জানান, নগদ প্রায় দেড় লাখ টাকা, অলংকার ও বেশ কিছু আসবাবপত্র দুঃস্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে বোরো থানা এলাকার ওই তিন কিশোরকে পাকড়াও করে পুলিশ।রবিবার তাদের পুরুলিয়া জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয়।
Post Comment