insta logo
Loading ...
×

আড়শার রাঙামাটিতে ৩ লাখি ফুটবলের ফাইনাল আজ

আড়শার রাঙামাটিতে ৩ লাখি ফুটবলের ফাইনাল আজ

দেবীলাল মাহাত: আড়শা: দেবীপক্ষে দু’দিনের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে আড়শা ব্লকের রাঙামাটি হাইস্কুল ফুটবল ময়দানে। আজ রবিবার ফাইনাল। রাঙামাটি ফুটবল কমিটির উদ্যোগে এই খেলা শুরু হয়েছে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলায় শুভ সূচনা হয়। খেলার শুভসূচনা করেন তৃনমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল কুমার।খেলায় ঝাড়খণ্ড সহ জেলার বিভিন্ন প্রান্তের ১৬টি ফুটবল দল যোগদান করে।প্রথম দিনের খেলায় আটটি দল অংশ নেয়। তাদের মধ্যে একটি দল চূড়ান্ত পর্বের ফাইনালে যাবে।উদ্যোক্তাদের মধ্যে সুবল লায়েক জানান, “প্রতিবছর আমরা মহালয়া উপলক্ষ্যে এই ফুটবল খেলার আয়োজন করে থাকি। আমাদের এই ফুটবল প্রতিযোগিতা একাদশ বৎসরে পা পড়লো। যে দল চ্যাম্পিয়ান হবে সে ৩ লাখ টাকা নগদ পুরস্কার পাবে।”
খেলার মাঠে বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার বার্তা সকলের নজর কাড়ে। আজ দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে। সাথে চূড়ান্ত পর্বের ফাইনাল। এদিন খেলার মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনের খেলায় উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি ,বিশিষ্ট সমাজসেবী মনোজকুমার মাহাত সহ এলাকার বিশিষ্টজনেরা।

Post Comment