insta logo
Loading ...
×

৩ লাখি ফুটবলে চ্যাম্পিয়ন হুড়ার সোমা মার্বেল লক্ষণপুর

৩ লাখি ফুটবলে চ্যাম্পিয়ন হুড়ার সোমা মার্বেল লক্ষণপুর

দেবীলাল মাহাত, আড়শা:

তিন লাখি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল হুড়ার সোমা মার্বেল লক্ষণপুর। আড়শা ব্লকের রাঙামাটি গ্রামে ২ দিনের ফুটবল প্রতিযোগীতায় মোট নগদ পুরস্কার মূল্য ছিল ৩ লাখ টাকা। রবিবার ফাইনাল খেলায় দর্শক উপচে পড়েছিল মাঠে। পুরস্কার বিতরণী শেষ হতে রাত হয়ে যায়।
ওই দিন ফাইনালে মুখোমুখি হয় হুড়ার হাতিবাড়ী হান্টার বনাম হুড়া সোমা মার্বেল লক্ষণপুর। নির্ধারিত সময়ের মধ্যে গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকার হয়। ট্রাইবেকারে ৫-৪গোলে জয়ী হয় হুড়ার সোমা মার্বেল লক্ষণপুর। ওই খেলায় জেলার বিভিন্ন প্রান্তের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের মধ্যে সুবল লায়েক জানান, “মহালয়া উপলক্ষ্যে প্রতি বছর আমরা এই ফুটবল টুর্নামেন্ট করে থাকি।আমাদের এই ফুটবল প্রতিযোগিতা ১১ বছরে পা দিলো। গ্রামীন ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা এই খেলার আয়োজন করি।” এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ ১০ হাজার
টাকা ও ট্রফি দেওয়া হয়।রানার্স দল পায় ৯০ হাজার টাকা ও ট্রফি । সাথে সেমিফাইনালে পৌঁছানো দুটি দলকেই ৫০ হাজার করে টাকা ও ট্রফি তুলে দেয় আয়োজক সংস্থা। কয়েক বছর ধরেই এই টুর্নামেন্ট যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এদিনও দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Post Comment